Monday, May 01, 2017
Facebook Twitter LinkedIn Google+

সুজয় ঘোষ বলেন, সেটে একদিন সব কিছু রেডি। হঠাৎ বিদ্যা এসে বলল

415823-medicine-bottles-and-pills

বলিউড: সিনেমার শুটিংয়ের সময় কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলিউড তারকা বিদ্যা বালান তারই ইঙ্গিত পাওয়া গেছে পরিচালক সুজয় ঘোষের এক সাক্ষাৎকারে।দৈনিক আনন্দবাজার পত্রিকায় বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে বিদ্যা বালানই শুধু নয় আরও অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তিনি।

সুজয় ঘোষ বলেন, সেটে একদিন সব কিছু রেডি। হঠাৎ বিদ্যা এসে বলল, ’আমি এই সিনটা করতে পারব না। আমার খুব কষ্ট হচ্ছে।’ আমি ভাবলাম যেমন ইয়ার্কি মারে তেমনই ইয়ার্কি মারছে বোধহয়। তার পর দেখি অঝোরে কাঁদছে। সিনটাও অসম্ভব শক্ত ছিল। পরে অবশ্য যে অভিনয়টা করল, সেটা মাইন্ড ব্লোয়িং।

কাহানি সিনেমার সিকোয়েল নিয়ে সুজয় ঘোষ নির্মাণ করছেন ’কাহানি থ্রি’। ওই সিনেমা নিয়ে তিনি জানান, কাহানি থ্রিতে কাহানির অনেক অভিনেতাকেই দেখতে পাওয়া যাবে না। কারণ আগের কাহানির সঙ্গে কাহানি থ্রি’র মিল নেই।

টালিগঞ্জের কোনো নায়িকা নেই অথচ বিদ্যা বালানক নিয়েই সিনেমা বানাচ্ছেন- এমন প্রশ্নে সুজয় ঘোষের উত্তর, আমার ছবিতে অভিনেত্রী একজনই। বিদ্যা, বিদ্যা এবং বিদ্যা।

বিনোদন ডেস্ক