Friday, February 23, 2018
Facebook Twitter LinkedIn Google+

বিজ্ঞাপনে অনিহা গুগলের ক্ষতি ৭৫০ মিলিয়ন

youtube logo

বিজনেস লিডার: সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটিসহ বিশ্বের বেশ কয়েকটি বিজ্ঞাপনদাতার বর্জনের সিদ্ধান্তে সার্চ জায়ান্ট গুগল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বলছে বিজ্ঞাপনদাতাদের ইউটিউব বর্জনের সিদ্ধান্তে গুগলের ৭৫০ মিলিয়ন ডলার লোকসান হতে পারে।

গুগল মালিকানাধীন ভিডিও সাইট ইউটিউব এসব বিজ্ঞাপনের ওপর অনেকাংশে নির্ভরশীল। আর বিজ্ঞাপন বর্জনের সিদ্ধান্তে চলতি বছর গুগল মালিকানাধীন ইউটিউবের আয় ৭.৫ শতাংশ কমে ১০.২ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। অবশ্য ইনস্টিনেটের সঙ্গে আরবিসি ক্যাপিটাল মার্কেটস ও মরগান স্ট্যানলির মতের পার্থক্য রয়েছে। গত সপ্তাহে তারা এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তারা বলছে গুগল ইতিবাচক রেটিং ধরে রেখেছে। উদাহরন হিসেবে মরগান স্ট্যানলি বলেছে, গুগলের মোট আয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ ১০০ বিজ্ঞাপনদাতার অবদান ২০ শতাংশেরও কম।

এমতবস্থায় গুগল জানিয়েছে, তারা তাদের বিজ্ঞাপন নীতি হালনাগাদ করবে, বিভিন্ন কনটেন্ট পর্যালোচনা আরও ভালোভাবে করবে এবং বিজ্ঞাপনদাতাদের জন্য আরও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে।

মিজান চৌধুরী
বিজনেস লিডার ডেস্ক